সংক্ষিপ্ত ইতিহাসঃ ব্রিটিশ শাসনামলে ১৯০৯ সালে রাজস্থলী থানার সৃষ্টি হয় এবং এটি ১৯৮২ সালে উপজেলায় রুপান্তরিত করা হয়। বর্তমানে রাজস্থলী উপজেলা পরিষদে ৩টি ইউনিয়ন পরিষদ ও ৯টি মৌজা বিদ্যমান। রাজস্থলী উপজেলার নামকরন নিয়ে তেমন জটিল কোন ইতিহাস নাই, তবে এলাকার গুনিজনের ভাষ্যমতে রাখাইন প্রদেশের রাজা, বর্মী বারান্ডং সেনাপতির কাছে পরাজিত হয়ে বাংলাদেশে আসার পর এই বুধুঝিই (রাজস্থলীর পূর্ব নাম) এসেছিলেন তার নিজ রাজ্য গড়তে। তাঁর নিজের প্রথা অনুযায়ী রাজ্য গড়ার আগে কলাগাছ রোপন করে দেখা হয়। যত বেশী কলার কান্ধি তত রাজার রাজ্যভিষেক হবে ঐ রাজ্যে। এই নিয়ম মেনে কলা গাছটি রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের থাগড়াছড়ি পাড়ায় রোপন করা হয়। কিন্তু কলার ছড়ায় কান্ধি কম হওয়ায় তিনি এই স্থান ত্যাগ করে বান্দরবান উদেশ্যে রউয়ানা করেন। যাবার বেলায় ঐ কলা গাছে রাজার ছোট থলে রয়ে যায়। তখন থেকে রাজারথলে নামকরন হয় এবং পরে তা রাজারথলে থেকে রাজারথলি ও বর্তমান রাজস্থলী নামকরন করা হয়।
ভৌগোলিক অবস্থানঃ
রাজস্থলী উপজেলার পূর্বে বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা ও রোয়াংছড়ি উপজেলা, বারাদরবান জেলা অবস্থিত।
পশ্চিমে রাঙ্গুনিয়া উপজেলা, চট্টগ্রাম জেলা ও আংশিক বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলা অবস্থিত।
উত্তরে বান্দরবান সদর উপজেলা, বান্দরবান জেলা ও রোয়াংছড়ি উপজেলা, বান্দরবান জেলা অবস্থিত।
দক্ষিণে আংশিক বিলাইছড়ি উপজেলা, রাঙ্গামাটি জেলা ও কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলা অবস্থিত।
পাহাড় ঘেরা একটি বৈচিত্রময় জনপদ যেখানে মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, খেয়াং, রাখাইন, সর্বোপরি বাঙ্গালীসহ ০৭টি জাতিসত্ত্বার বসবাস করে। উল্লেখ্য যে এখানে কিছু চাকমা সম্প্রদায়ের বসবাস রয়েছে।
ভৌগলিকভাবে এ উপজেলা ২২০১৭র্ হতে ২২০২৬র্ উত্তর অক্ষাংশ এবং ৯২০০৬র্ হতে ৯২০২২র্ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাজস্থলী এক সময় চন্দ্রঘোনা থানার অধীনে ‘ঘিলাছড়ি’ নামে একটি মাত্র ইউনিয়ন ছিল। ১৯৮০ খ্রিস্টাব্দে ঘিলাছড়িকে ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া নামে তিনটি ইউনিয়নে বিভক্ত করে ‘রাজস্থলী’ নামে একটি প্রশাসনিক ও পুলিশ থানা গঠিত হয়। এ উপজেলার ৯টি মৌজা বোমাং সার্কেলের আওতাধীন। এ উপজেলার সর্বোচ্চ পাহাড় ‘জান্দিমইন’- যার উচ্চতা প্রায় ৮০০ মিটার।
রাজস্থলী উপজেলার সাধারণ তথ্যঃ
আয়তন |
: |
১৪৫.০৪ বর্গকিলোমিটার |
জনসংখ্যা |
: |
২১৩৭৩ জন |
জনসংখ্যার ঘনত্ব |
: |
১৩৮ জন |
শিক্ষার হার |
: |
২৬.৪০% |
থানা |
: |
০১ টি |
ইউনিয়ন |
: |
০৩ টি |
মৌজা |
: |
০৯ টি |
হেডম্যান |
: |
০৯ জন |
গ্রামের সংখ্যা |
: |
১০১ |
কার্বারী |
: |
৯৪ |
সরকারী হাসপাতাল |
: |
০১ টি |
স্বাস্থ্য কেন্দ্র |
: |
০১ টি |
ডাকঘর |
: |
০১ টি |
হাটবাজার |
: |
০৩ টি |
ব্যাংক |
: |
০২ টি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস